ঝুলনের টানেই বালুরঘাটে গৌড়ীয় মঠ প্রাঙ্গণে ভক্তদের ঢল।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাটের ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে বেলতলা পার্ক এলাকার শ্রীপুন্ডরিক গৌড়ীয় মঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা। রাধা-কৃষ্ণের সুসজ্জিত দোলনা, দিনভর শ্রীকৃষ্ণ সংকীর্তন এবং নানান ধর্মীয় অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছে মঠের প্রাঙ্গণ। সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে জন্মাষ্টমী পর্যন্ত।

প্রতি বছরের মতো এবারও সুশৃঙ্খলভাবে চলছে ঝুলন উৎসব। প্রতিদিন শতাধিক ভক্ত সমাগম করছেন এখানে। ছোট থেকে বড়—সকলেই ঝুলনের দড়িতে টান দিচ্ছেন রাধাকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তির আশায়।

মঠ প্রাঙ্গণ পরিদর্শনে আসেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। তিনি পুরো ঝুলন উৎসব ঘুরে দেখেন এবং মেলার বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কে পুলিশি নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের এই মেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চল থেকেও বিপুল সংখ্যক মানুষ আসছেন।

মঠের ভিতর কৃষ্ণলীলা ও মহাভারতের বিভিন্ন পর্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আকর্ষণীয় প্রদর্শনী। প্রতিদিন শহর ও গ্রামের বহু মানুষ এই দৃশ্যাবলি দেখতে ভিড় জমাচ্ছেন।

মেলা প্রাঙ্গণে বসেছে অস্থায়ী দোকানের পসরা। স্থানীয় ও বাইরের ব্যবসায়ীরা এসেছেন মনোহারী সামগ্রী, অলংকার, ফটো ফ্রেম, প্লাস্টিক ও স্টিলের জিনিস নিয়ে। বিক্রেতারা জানিয়েছেন, দিনে গড়ে ১৫০০–২৫০০ টাকার মতো বিক্রি হচ্ছে।

ধর্মীয় আবেগ, সাংস্কৃতিক পরিবেশ এবং মানুষের অংশগ্রহণে গৌড়ীয় মঠের ঝুলন উৎসব এক অপূর্ব মিলনমেলা হয়ে উঠেছে। বহু বছরের ঐতিহ্য বহনকারী এই মেলা বালুরঘাটবাসীর আবেগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *