
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সাধারণ মানুষের সমস্যা সমাধানে শুরু হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর বিদ্যাপিঠ স্কুলে তিনটি বুথ এলাকার বাসিন্দারা তাঁদের সমস্যাগুলি নিয়ে হাজির হন। সরকারি আধিকারিকদের কাছে সেই বিষয়গুলি তুলে ধরেন তাঁরা। আধিকারিকরা উপস্থিত বাসিন্দাদের সমস্যার কথা নথিভুক্ত করেন। এদিনের ওই শিবিরে উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও অনীক রায়, ছিলেন ফালাকাটা পঞ্চয়েত সমিতির সভাপতি সুভাষ রায় ছিলেন জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলী প্রমুখ।












Leave a Reply