
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকা ধর্ষণ মামলার রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য লালবাগ আদালতের পিপি সাহানা পারভিন ও তদন্তকারী অফিসার এসআই অজয় কুমার রায়কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভগবানগোলা SDPO অফিসে এই অনুষ্ঠান হয়। অভিযুক্ত মঙ্গল মণ্ডলকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলাটি রানিতলা থানায় নথিভুক্ত ছিল এবং চলেছিল পকসো আইনের আওতায়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন SDPO বিমান হালদার, CI মানষ দাস সহ অন্যান্য আধিকারিকরা।












Leave a Reply