
হরিশচন্দ্রপুর,মালদা, নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি স্বপ্নের প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান”।এই প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন চলছে রাজ্যের জুড়ে। বুধবার দিন হরিশ্চন্দ্রপুরের দুটি ব্লকের আমাদের পাড়া আমাদের সমাধান কেন্দ্রে পরিদর্শন করেন রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহন ও জেলা শাসক নীতিন সিংহানিয়া।
প্রথমে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল প্রাথমিক বিদ্যালয় এবং পরে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নং গ্রাম পঞ্চায়েতের সোনাকুল হাই মাদ্রাসাতে পরিদর্শন করেন।
তিনটি বুথ মিলে কেন্দ্রগুলোতে কীভাবে ক্যাম্প পরিচালিত হচ্ছে,কর্মী ও আধিকারিকরা ঠিকভাবে কাজ করছেন কিনা,সাধারণ মানুষের অভিজ্ঞতা কেমন,সেসবই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য।
ক্যাম্পে সচিব ও জেলাশাসক উপস্থিত হতেই সাধারণ মানুষ একের পর এক সমস্যা তুলে ধরেন।পানীয় জলের সমস্যা,রাস্তাঘাট,জল নিকাশি সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন।পরিবহন সচিব ও জেলাশাসক মনোযোগ সহকারে অভিযোগ শুনে তৎক্ষণিক সংশ্লিষ্ট আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এদিন পরিদর্শনে সচিব ও জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার,চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি,জেলা পরিষদের সদস্য বুলবুল খান,জহিরউদ্দিন বাবর, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা,বিশিষ্ট সমাজসেবী মনিরুল আলম,তবারক হোসেন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
জেলা শাসক নীতিন সিংহানীয়া বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে।সাধারণ মানুষের সমস্যার কথা এখানে শোনা হচ্ছে।অনেকেই উপকৃত হবেন।
জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন,ধন্যবাদ জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে,তার আরেকটি স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।মানুষজন অনেক খুশি তাদের এলাকার ছোট ছোট সমস্যাগুলো এই প্রকল্পের মাধ্যমেই সমাধান হবে। আজকে পরিবহন সচিব ও জেলাশাসক পরিদর্শন এসেছিলেন।












Leave a Reply