
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-রাস্তার দাবীতে আবার অবরোধ মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।প্রায় সাড়ে বারোটা নাগাদ বেগুনবাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে হবিবপুর ব্লকের, হবিবপুর গ্রাম পঞ্চায়েতের, বোনকাটি, বাছার, মাছলিকাদর, সহ বেশ কয়একটি গ্রামের বাসিন্দারা বুধবার দুপুরে বেগুনবাড়ি এলাকায় রাস্তার দাবি জানিয়ে রাজ্য সড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন।গ্রামবাসীদের অভিযোগ বহুবার জানিও কোন রাস্তার কাজের সুরাহা হয়নি বলে অভিযোগ। যার ফলে বুধবার পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হবিবপুর ব্লকের বিডিও ও হবিবপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। অবশেষে রাস্তার কাজ হবে এমনি প্রতিশ্রুতি দেওয়ার পরে প্রায় দুই টা নাগাদ রাস্তা থেকে সরে দাঁড়ায় বিক্ষোভকারীরা।অবশেষে যান চলাচল স্বাভাবিক হয়।












Leave a Reply