
ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা: – ভোটার তালিকা সংক্রান্ত অনিয়ম নিয়ে রাজ্যের দুই নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারের (ইআরও) বিরুদ্ধে এফআইআরের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামের একটি জনসভা থেকে কমিশনের সিদ্ধান্তকে কার্যত তুলোধোনা করলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন—
“বাংলার সরকারি অফিসারদের বলব নিশ্চিন্তে থাকবেন। আমরা আপনাদের জীবন দিয়ে রক্ষা করব।”
তিনি আরও বলেন, “নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি, তাহলে এখনই কীভাবে বরখাস্ত করার নোটিশ পাঠানো হচ্ছে? কোন আইনের বলে এই সিদ্ধান্ত?”
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে কটাক্ষ ছুঁড়ে মমতা বলেন,
“২ মাসের জন্য নির্বাচনে আসেন, আবার উড়ে চলে যান। বসন্তের কোকিলের মতো। এখন থেকেই সাসপেন্ড করছেন!”
সরকারি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন—
“ভয় পাওয়ার কোনও কারণ নেই। আজকে অফিসারদের ভয় দেখানো হচ্ছে, কালকে পুলিশকে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের রক্ষা করাই আমাদের দায়িত্ব।”
বিজেপিকে আক্রমণ:
এদিন বিজেপির উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রীর তীব্র আক্রমণ ছিল। তিনি বলেন,
“ওরা জানে আমি ভাঙি, তবু মচকাই না। আমায় চাপে ফেললে, আমি সুনামি হয়ে যাই। জ্যান্ত বাঘের চেয়ে আহত বাঘ বেশি ভয়ঙ্কর।”
—
প্রাসঙ্গিক প্রেক্ষাপট:
সম্প্রতি কোচবিহারে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগে দুই ইআরও-র বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ করে নির্বাচন কমিশন। এর জেরেই রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে।












Leave a Reply