
নিজস্ব সংবাদদাতা, মালদা, ৭ আগস্ট—- গাজোল ব্লকের বৈড়গাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রামনগর গ্রামে আবারও প্রকৃতির ভয়াল থাবা। প্রবল বর্ষণের ফলে মহানন্দা নদীর ধারে খাড়ির জলস্রোত দিনে দিনে তীব্র হয়ে উঠছে। নদীর ধার ঘেঁষে থাকা এই গ্রামের উপর দিয়ে একটি খারির জলস্রোত প্রভাবে একাধিক বাড়ি ভেঙে পড়ার আতঙ্কে রয়েছে গ্রামবাসীদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে নদীর ধারে একটি বড় আকারের খড়ি তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে প্রবল বেগে জল বইছে। এই স্রোতের ধাক্কায় ইতিমধ্যেই নদীর পাড় ক্ষয় হতে শুরু করেছে। যদি এমনভাবেই জলস্রোত বাড়তে থাকে, তাহলে যে কোনো মুহূর্তে নদীর গর্ভে তলিয়ে যেতে পারে একাধিক বাড়িঘর। এই পরিস্থিতিতে চরম উদ্বেগে রয়েছেন গ্রামের মানুষজন। আতঙ্কিত গ্রামবাসীরা স্থানীয় গ্রাম প্রধান ও পঞ্চায়েত কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা এলাকা পরিদর্শনে আসেন। তবে, অভিযোগ, এখনও পর্যন্ত কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেন,”আমরা দিনরাত ভয়ে আছি। রাত হলেই মনে হয় কখন জেনো জলের স্রোতে ঘড় ভেঙে গায়ের উপরে পরে।
এই প্রসঙ্গে বৈড়গাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানিয়েছেন, গ্রামবাসীদের সমস্যার কথা আমরা উপরমহলে জানিয়েছি। ইতিমধ্যেই একটি রিপোর্ট পাঠানো হয়েছে। ফান্ড এলেই নদী ভাঙন রোধে কাজ শুরু হবে। আপাতত কিছু করার মত হাতে পর্যাপ্ত টাকা নেই।”
এদিকে আবারও প্রবল বৃষ্টির জলে পূর্বাভাস থাকায় ভয় বাড়ছে এলাকাবাসীর। তারা দ্রুত নদী বাঁধ মেরামত ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন প্রশাসনের কাছে।












Leave a Reply