রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- রঘুনাথগঞ্জে গাড়িঘাট সংলগ্ন ভাগীরথী ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় পণ্য বোঝাই একটি লরির চাকা গর্তে পুঁতে গেলে বিপত্তি ঘটে। বৃহস্পতিবার সাত সকালে এমন ঘটনায় সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়রীরা ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিস। পাইপ লাইনের কাজ করে কার্যত দায়সারা ভাবে রাস্তা ভরাট করে চলে যায় কর্মীরা। লরি চালাক বুঝতে না পারায় ফলে সামনের চাকা প্রায় অর্ধেকের বেশী গর্তে পুঁতে গিয়েছে। লরিটিকে সরিয়ে নিয়ে যেতে রীতিমতো বেগ হয়। পাইপ লাইনের কর্মীরা সঠিকভাবে রাখা ভরাট না করায় ও খারাপ রাস্তায় ব্যারিকেট না থাকায় চালক বিষয়টি অনুধাবন করতে পারেনি বলে জানিয়েছেন। এর ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। ট্রাফিক পুলিস, পুরসভা নাকি পাইপ লাইনের কর্মীদের এই গাফিলতি?
রঘুনাথগঞ্জে ব্রিজের ধারে গর্তে লরি, বিপত্তি সকাল সকাল – পাইপলাইনের কাজের পর রাস্তা ভরাটে গাফিলতি, ক্ষুব্ধ স্থানীয়রা।

Leave a Reply