উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুয়াতে পড়ে মৃত্যু হল এক রাজমিস্ত্রীর।সেই রাজমিস্ত্রীকে বাঁচাতে আশঙ্কাজনক যুবকের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজে।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কামারতোরের ভেষ্টটোলি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে,করনদীঘি থানার হরিনতোরের যুবক আব্দুল রশিদ(৩৮) রাজমিস্ত্রীর কাজ করেন।কামারতোর ভেষ্টোটোলি গ্রামে নিজামুদ্দিনের বাড়ীতে জল নিকাসীর জন্য কুঁয়া নির্মান করছিলেন তিনি।অভিযোগ,কদিন ধরেই সেই কাজ চলছিল।বুহস্পতিবারে কুঁয়াতে পাইপ লাগাচ্ছিলেন তিনি।আচমকাই তিনি কুঁয়াতে পড়ে যান।স্থানীয় যুবক রেয়াজউদ্দিন তাকে বাঁচাতে আসেন।মই রাগিয়ে কুঁয়াতে নামে রেয়াজউদ্দিন।সেও অসুস্থ হয়ে পড়ে।দুজনকেই উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে আনা হয়।কর্তব্যরত চিকিৎসক আব্দুল রশিদকে মৃত ঘোষনা করেন।গুরুতর অসুস্থ রেয়াজউদ্দিনকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে।করনদীঘি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জে পাঠানোর পাশাপাশি পুরো বিষয়টিতে তদন্ত শুরু করেছে।
কুয়াতে পড়ে মৃত্যু রাজমিস্ত্রীর, আশঙ্কাজনক যুবক রায়গঞ্জ মেডিকেলে ভর্তি।

Leave a Reply