
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজন করা হলো দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত বাঁশকেটিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।যেখানে শিবিরে উপস্থিত হয়ে এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।ব্লকের প্রতিটি শিবিরেই উপস্থিত থাকছেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস এবং অন্যান্য আধিকারিকেরা। আজ ব্লকের
বাঁশকেটিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ৪৪এবং ৪৫ বুথ দুটিকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের পাশাপাশি দুয়ারে সরকার শিবিরেও আয়োজন করা হয়।বিধায়ক শিবিরেই বহুক্ষণ ধরে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল, ব্লক তৃণমূল সহ সভাপতি ভোলা সিং, শ্রমিক নেতা মনোজ তেওয়ারী সহ আরো অনেকে। শিবিরে মানুষজন বিধায়কের কাছে তাদের এলাকার রাস্তাঘাট,পানীয় জল,আলো এবং নর্দমা সহ বিভিন্ন সমস্যার কথা গুলি তুলে ধরেন।












Leave a Reply