
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শনিবার ফালাকাটা ব্লকের ক্ষীরেরকোট কিশোর সংঘরের উদ্যোগে এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালে সহযোগিতায় একটি বিনামূল্যে চক্ষু পরিক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন ওই চক্ষু পরিক্ষা শিবিরে ক্ষীরেরকোট, মুজনাই, ডালিমপুর সহ বিভিন্ন এলাকার মানুষ চোখের সমস্যা নিয়ে এই চক্ষু পরিক্ষা শিবিরে হাজির হন। উদ্যোক্তারা জানিয়েছেন, “চোখ পরীক্ষার পর সুলভ মূল্যে চশমা, ওষুধ এবং প্রযোজনে বিনামূল্যে চোখরের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।”












Leave a Reply