
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যেক বছরের মত এবছরও সাড়ম্বরে উদযাপন করা হল স্বাধীনতা দিবস। শুক্রবার বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডলের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। জানা গিয়েছে, এদিন বগরি বাড়ি বাজার থেকে ভুটানিরঘাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার ওই তিরঙ্গা যাত্রাটি করা হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডল সভাপতি ফনিভুষন রায় ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, ফালাকাটা ৪ নম্বর মন্ডল সম্পাদক অর্ণব ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।












Leave a Reply