বারুইপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার রাতে বারুইপুরে চাঞ্চল্যকর ঘটনা। প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে এক বিবাহিতা গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন রেললাইনে বসে। বৈষ্ণবপাড়া ২ নম্বর রেলগেটের কাছে ডাউন লাইনে বসে পড়েন তিনি। ঠিক তখনই ডাউন লক্ষীকান্তপুর লোকাল এসে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান ওই মহিলা। কেউ লাল গামছা নেড়ে, কেউ আবার লাইন ধরে ছুটে গিয়ে ট্রেন চালককে ট্রেন থামানোর আবেদন করেন। মুহূর্তের মধ্যেই ট্রেন থেমে যায়, এবং প্রাণে বেঁচে যান ওই গৃহবধূ। খবর দেওয়া হয় বারুইপুর জিআরপি-কে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে, তাঁর বাড়ি মল্লিকপুরে আর প্রেমিকের বাড়ি মথুরাপুরে। দুজনেই বিবাহিত। ঘটনার আগে মোবাইল ফোনে দুজনের মধ্যে রাগারাগি হয়। সেই অভিমান থেকেই আত্মহত্যার চেষ্টা বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিকে খবর পেয়েই প্রেমিকও রেলগেটে পৌঁছে যায়। পুলিশ তাঁকেও থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি গৃহবধূর পরিবারের লোকজনের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ। স্থানীয়দের তৎপরতায় বাঁচল এক নিরীহ প্রাণ।
বারুইপুরে প্রেমঘটিত টানাপোড়েনে রেললাইনে বসে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর।

Leave a Reply