জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- সাংবাদিক দেখেই তড়িঘড়ি নামানো হলো জাতীয় পতাকা, খোদ বিজেপি কর্মীর বাড়ির সামনেই জাতীয় পতাকার অবমাননা। ধূপগুড়ি ব্লকের কালিরহাট বিদ্যালয় পাড়া এলাকার ঘটনা।
জানা গেছে, ধূপগুড়ি ব্লকের এলাকার বিজেপি কর্মী শিবানন্দ শর্মা স্থানীয় কয়েকজনকে নিয়ে গত ১৫ ই আগস্ট বাড়ির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও যেভাবে পতাকা উত্তোলন করা হয়েছিল সেভাবেই রয়েছে। বুধবার সন্ধ্যায় সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান আমাদের প্রতিনিধি। এরপর মোবাইলের ক্যামেরা অন করতেই তড়িঘড়ি নামানো হলো জাতীয় পতাকা। পতাকা নামানোর পর নিজের ভুল স্বীকার করে তিনি বলেন,”কয়েকজনকে নিয়ে পতাকা তুলেছিলাম। এরপর নামানোর কথা ভুলে গেছি। এখন নামালাম।”
এদিকে শিবানন্দ শর্মার ছেলে একটি বেসরকারি স্কুলের শিক্ষক। তিনি বলেন,” বাবা পতাকা তুলেছিলেন।বয়স হয়েছে তাই হয়তো নামানোর কথা ভুলে গেছিলেন। আমি এখানে থাকি না। তবে এটা ঠিক জাতীয় পতাকার অবমাননা করা ঠিক নয়। বর্তমানে বাবা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়।”
যদিও এবিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।
জাতীয় পতাকার অবমাননা! সাংবাদিক দেখেই তড়িঘড়ি নামালেন বিজেপি কর্মী।

Leave a Reply