রায়দিঘিতে মাঝসমুদ্রে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের পাশে সাংসদ- বিধায়ক।

দক্ষিণ ২৪পরগণা, নিজস্ব সংবাদদাতা:- রায়দিঘিতে ট্রলার থেকে পড়ে মাঝ সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার বিধায়ক ও রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা, সেসময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন ও অন্যান্য প্রাশাসনিক আধিকারিকগন। মৎসজীবীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। এছাড়াও ওই পরিবারকে সাহায্যও করা হয়।

আবহাওয়া খারাপের খবর পেয়ে এফবি রানী নামক ট্রলারটি রায়দিঘি ঘাটে ফিরছিল। সেসময় কেঁদো দ্বীপের কাছে ট্রলার থেকে পড়ে যান সাইদুল মোল্লা। তাঁর খোঁজে তল্লাশি চলছে। একটি উদ্ধারকারী দল ইতিমধ্যে মাঠে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *