বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার খবর পেয়ে, এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করে বালুঘাট থানার পুলিশ। গতকাল বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বালুরঘাট থানায় নিয়ে আসে। এদিন মঙ্গলবার ধৃত ওই বাংলাদেশি নাবালকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই নাবালকের বয়স প্রায় ১৯ বছর। তার বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে ভারতে ঘুরতে এসেছিল। তবে ঠিক কি কারনে ওই বাংলাদেশি ভারতে এসেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ বলে জানান ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ।
ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার, বালুরঘাট থানার হেফাজতে।

Leave a Reply