খড়দহ, নিজস্ব সংবাদদাতা:- খড়দহ টাটা গেট সংলগ্ন বি.টি. রোডে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় স্কুলবাসের ধাক্কায় প্রাণ হারান বাবলু সাউ নামে এক সাইকেল আরোহী। দ্রুতগতির একটি স্কুলবাস, সিগন্যাল বন্ধ থাকা অবস্থায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাবলু সাউ-সহ আরও দু’জনকে ধাক্কা মারে। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলু সাউয়ের। আহত দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।
বাইট: প্রত্যক্ষদর্শীদের দাবি, “বাসটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল, নিয়ন্ত্রণে ছিল না একেবারেই।”
বাইট: আরেকজন বলেন, “এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে, ট্রাফিক সিগন্যাল কাজ করে না, প্রশাসনের নজর দরকার।”
Leave a Reply