পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার আদ্রা ডিভিশনের অন্তর্গত বগড়িরোড স্টেশনের পশ্চিম দিকের কাঁচা রাস্তার অবস্থা বেহাল,কার্যত চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে ওই কাঁচা রাস্তাটি, বহুবার রেল কর্তৃপক্ষকে জানিও মেলেনি কোন সুরাহা, অবশেষে সোমবার মিছিল করে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করল “অসুস্থ রোগীর পাশে আমরা”নামক স্বেচ্ছাসেবী সংস্থার,এই দিন কার্যত মিছিল করে স্টেশনের পশ্চিম দিকে বিক্ষোভ ও পথসভার পর স্মারকলিপি প্রদান করা হয়।
বগড়িরোড স্টেশনের পশ্চিম দিকের কাঁচা রাস্তার অবস্থা বেহাল,মিছিল করে স্মারকলিপি প্রদান অসুস্থ রোগীর পাশে আমরা সংস্থার ।

Leave a Reply