পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫৫ জনকে জমির পাট্টা তুলে দেওয়া হয় B.L& L.R. O তরফ থেকে, এইদিন পাট্টা তুলে দেন BDO রামজীবন হাঁসদা, এছাড়াও গড়বেতা দু নম্বর ব্লকে ৪২ জনের হাতে তুলে দেওয়া হয় জমির পাট্টা, এই দিন জমির পাট্টা তুলে দেন BDO দেবঋষি ব্যানার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকেরা, পাশাপাশি গড়বেতা তিন নম্বর ব্লকে ৪৫ জনের হাতে তুলে দেওয়া হয় জমির পাট্টা, এই দিন পাট্টা তুলে দেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকেরা।
গড়বেতাতে ব্লকে ৫৫ জনকে পাট্টা প্রদান।

Leave a Reply