নিজস্ব সংবাদদাতা, মালদা —- গঙ্গা ভাঙ্গন সমস্যা কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি, বন্যা নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসনের বাস্তু জমে দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবির ভিত্তিতে মালদা সেচ দপ্তরে ডেপুটেশন কর্মসূচি মালদা জেলা বামফ্রন্টের।
সোমবার দুপুরে মালদা শহরের মিছিল করে বামফ্রন্ট নেতাকর্মীরা উপস্থিত হন গ্রীন পার্ক এলাকায় সেচ দপ্তরের সামনে। পরিস্থিতির সামাল দিতে গেটের সামনে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তৈরি করা হয়েছিল ব্যারিকেড। বামফ্রন্টের নেতাকর্মীরা সেই ব্যারিকেট ভাঙার পর অফিসের লোহার তৈরি প্রধান গেট ভেঙে ভেতর প্রবেশ করেন। সেখানেই বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড ও দলীয় ঝান্ডা নিয়ে শিক্ষক প্রদর্শন করেন বামফ্রন্ট নেতা কর্মীরা। এরপর তাদের দাবি সনদ সেচ দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন, প্রাক্তন সেচ মন্ত্রী সুভাষ নস্কর, বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষ, কৌশিক মিশ্র, অম্বর মিত্র, দেবজ্যোতি সিনহা সহ অন্যান্য নেতৃত্ব।
গত কয়েক সপ্তাহ ধরে মালদা জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গঙ্গা ও ফুলহর নদী ভাঙ্গন। ক্ষতিগ্রস্ত বহু মানুষ। চাষের জমি ও ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। ভাঙ্গন কবলিত এলাকার মানুষের পুনর্বাসন ও ভূতনি এলাকায় স্থায়ীবাদ নির্মাণের দাবিসহ বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয় জেলা বামফ্রন্টের উদ্যোগে।
গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে সেচ দপ্তরে বামফ্রন্টের ডেপুটেশন।

Leave a Reply