
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দঃদিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের মালিগাও গ্ৰাম পঞ্চায়েত ডিকুল শিশু আলোয় অঙ্গনারি সেন্টার দুই বছর ধরে বিশাল আকারে ফাটল রয়েছে অতঙ্গে শিশু ও গর্ভবতী মহিলারা যেতে চাইছে না ব্লক প্রশাসন ও পঞ্চায়েত কে জানিয়ে সুরাহা হয়েনি। এই শিশু আলোয় রয়েছে ৬৮ জন ছাত্র ছাত্রী। এই বিষয়ে শিশু মা শিপ্রা রায় সরকার বলেন ডিকুল শিশু আলোয় বেহাল রয়েছে বিশাল আকারে বিল্ডিং ফাটল প্রাকৃতিক দুর্যোগে যেকোন মুহুর্তে বিল্ডিং ছাদ ভেঙ্গে যেতে পারে অতঙ্গে রয়েছে ছোট শিশুরা ও গর্ভবতী মহিলারা।। এই বিষয়ে অঙ্গনারি কর্মী জয়শ্রী বর্মন বলেন দুই বছর ধরে শিশু আলোয় ফাটল রয়েছে অভিভাবক ছাত্র-ছাত্রীদের পাঠাতে ভয় করছেন পাঠাচ্ছেন না দ্রুত সংস্কার দাবী জানিয়েছেন। এই বিষয়ে মালিগাঁও গ্ৰাম পঞ্চায়েত সদস্য বলেন ডিকুল শিশু আলোয় অঙ্গনারি সেন্টার বিশাল আকারে বিল্ডিং ফাটল ধরেছে আতঙ্কে শিশুরা রয়েছে আমরা সংস্কার করা হক। এই বিষয়ে কুশমন্ডি ব্লকের সিডিপিও পল্বব চক্রবর্তী বলেন অঙ্গনারি সেন্টার গুলি মেরামত করা দরকার রয়েছে ডিকুল অঙ্গনারি সেন্টার ফাটল রয়েছে জেলা শাসকের নির্দেশ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অভিযোগ জানাবো উর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো হয়েছে বিষয়টি দ্রুত খ্যাতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুশমন্ডি ব্লকের সিডিপিও পল্বব চক্রবর্তী।।












Leave a Reply