পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, উচ্চপদস্থ আধিকারিককে জানিয়েও সুরাহা না মেলায় ব্যাট বল ছেড়ে রাস্তা ছাড়াইয়ের কাজে নেমে পড়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা এলাকার বিধায়ক অশোক দিন্দা, জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার মল্লিক মোড় থেকে আসনান এলাকার গত চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে ময়নার প্রায় ৭ কিলোমিটার এই রাস্তা। পি ডব্লিউ ডি, জেলা পরিষদ বিধানসভা চিঠি দিলেও কিছু হয়নি। তাই প্রশাসনের নজরে আনতেই আমাদের কর্মসূচি নিতে হয়েছে, আমাদের যতটা সম্ভব আমরা বেহালা রাস্তা মেরামত করব আমাদের যতটা সমর্থক। যদিও তৃণমূল কটাক্ষ করেছেন। ময়নার পঞ্চায়েত সমিতি সভাপতি সাজান আলী তিনি বলেন ময়নার বিধায়ক ময়নার ভৌগলিক কিছু জানেনা। উনি বিধায়ক হওয়ার পর ময়না তে বেশিদিন থাকে না। আমরা সোশ্যাল ওয়ার্ক করি, উনি আজকে করছেন ভালো , সামনে বিধানসভা ভোট তো, তাই প্রচারের আলোতে থাকার জন্য এসব করছে।
রাস্তা বেহাল,ব্যাট বল ছেড়ে রাস্তা ছাড়াইয়ের কাজে নেমে পড়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার,নিন্দার ঝড় ময়নায়।

Leave a Reply