দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট শহরের দিপালী নগর এলাকার বিনায়ক অ্যাপার্টমেন্টে আজ মহালয়ার পর থেকে চলা আনন্দঘন পুজোর সমাপ্তি ঘটল সিদূর খেলায়। প্রতিবারের মতো এবছরও মায়ের বিদায় বেলায় আবাসনের মহিলারা একে অপরকে সিদূর পরিয়ে মাতলেন আনন্দে। দুই বছর আগে শুরু হওয়া এই পুজো আজ আবাসনের অন্যতম বড় মিলনমেলা হয়ে উঠেছে। পুজোর চারদিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা আর একসঙ্গে কাটানো সময়ে প্রতিবেশীরা যেন পরিণত হয়েছিলেন এক বড় পরিবারে। আজ বিদায়ের ক্ষণেও হাসি-খুশির আবহেই ভেসে উঠল পুরো আবাসন চত্বর। উপস্থিত মহিলারা জানালেন, মায়ের আগমন মানেই আনন্দ আর মায়ের বিদায় মানেই অপেক্ষা—আবার আসার আশায়।
সিদূর খেলায় বিনায়ক অ্যাপার্টমেন্টে শেষ হল বালুরঘাটের আনন্দমুখর দুর্গোৎসব।

Leave a Reply