নদিয়া, নিজস্ব সংবাদদাতাঃ- দুর্গাপূজা শেষ হতেই লক্ষী পূজার প্রস্তুতি শুরু । বাঙালির বারো মাসের তেরো পার্বণে বাঙালির চাই হাজারো উপকরণ। আর পুজো পরবে সেই সব উপকরণের জোগান দিয়ে লক্ষ্মী লক্ষ্মীর মুখ একে চলেছেন নদিয়ার তাহেরপুরের বাসিন্দারা। তাহেরপুরের পালপাড়ার বাসিন্দারা লক্ষ্মীপুজোর মরসুমে সরার জোগান দিয়ে আসছেন বিগত কয়েক দশক ধরে। সরা বিক্রিবাটার উপর নির্ভর করে চলে সংসার। তবে এ বছর লক্ষ্মী সরা বিক্রি করে হাসি ফুটেছে শিল্পীদের। তাদের কথায় এই লক্ষী সরার বেশ চাহিদা রয়েছে কিন্তু শিল্পীর অভাবে যোগান দেওয়া সম্ভব হয়ে উঠছে না। এখান থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় পাড়ি দেয় লক্ষী সরা । তারা সারা বছরই এই কাজের সঙ্গে যুক্ত থাকেন।একা লক্ষ্মী, লক্ষ্মী-নারায়ণ, তিন লক্ষী, পাঁচ পুতুল, দুর্গা এবং রাধা-কৃষ্ণ। বৈশাখ মাস থেকেই সরা বিক্রি শুরু হয়। বছরে প্রায় দু’লক্ষ সরা তৈরি করেন পালপাড়ার বাসিন্দারা।স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে কিছু মানুষ তাহেরপুর পালপাড়ায় এসে বসবাস শুরু করেন। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রায় পঁচিশটি পরিবার তাদের পারিবারিক এই পেশা সরা তৈরির কাজকে ধরে রাখেন।
লক্ষ্মী সরা একে লক্ষী লাভ নদিয়ায়।

Leave a Reply