
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদাতা:- কার্নিভালের শোভাযাত্রায় মন কাড়লো বিভিন্ন বারোয়ারীর নানান থিম। আলোর কারুকাজ, ঢাক, ধুনুচি থেকে আদিবাসী নৃত্য শোভাযাত্রা কে এক অন্য।মাত্রায় পৌঁছে দেয়। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। শনিবার বিকেলে সবুজ পতাকা নেড়ে বালুরঘাটে চকভবানী এলাকায় আয়োজিত ‘পুজো কার্নিভাল ২০২৫’এর আনুষ্ঠানিক সূচনা হয়। শোভাযাত্রায় যোগ দিয়েছিল জেলার নির্বাচিত ১৭ টি বারোয়ারী। উপস্থিত ছিলেন বিখ্যাত পুলিশ সুপার চিন্ময় মিত্তাল,জেলা শাসক বিজিন কিষনা,পৌরাধক্ষ অশোক মিত্র সহ অনেকে। অনুষ্ঠান মঞ্চের সামনে ঢাকের তালে চৌ নাচ পরিবেশন করা হয়। উপস্থাপিত হয় আদিবাসী নৃত্য। বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে জেলা প্রশাসনের একাধিক দপ্তর।












Leave a Reply