উৎসবের মরসুমে কর্মহীন হয়ে পড়লেন বালুরঘাটে সরকারী সেচ দপ্তরের ২২ জন কর্মী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উৎসবের মরসুমে কর্মহীন হয়ে পড়লেন বালুরঘাটে সরকারী সেচ দপ্তরের ২২ জন কর্মী। গত ২৭ সেপ্টেম্বর পঞ্চমীর দিন অস্থায়ী ঐ কর্মীদের অফিসে ডেকে নোটিশ ধরিয়ে জানিয়ে দেওয়া হয় যে আর তাঁদের কাজে আসতে হবে না। পূজার মুখে এমন নোটিসে চরম বিপাকে পড়ে কর্মীদের পরিবার। বুধবার অফিস খুলতেই অস্থায়ী ঐ কর্মীরা পরিবার সহ বালুরঘাটের সংকেত পাড়ায় অবস্থিত শেষ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ দীর্ঘ ৩০/৪০ বছর ধরে তাঁরা মোট ৩০ জন সেচ দপ্তরে অস্থায়ী শ্রমিকের কাজ করে আসছিলেন। মাস খানেক আগে ৮ জনের ৬০ বছর হয়ে গেলেও বাকিদের আরও বহু বছর চাকরির বয়স রয়েছে। এমতাবস্থায় আগাম কোন নোটিশ বা ক্ষতিপূরণ না দিয়েই ছাঁটাইয়ের নোটিসে তাঁদের আত্মহত্যা ছাড়া আর কোন পথ নেই। পাশাপাশি তাঁরা এই অভিযোগও করেছেন যে এখনও তাঁদের ৩ মাসের মজুরি বকেয়া রয়েছে। এব্যাপারে সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে যে পর্যাপ্ত অর্থ না থাকায় মজুরি দেওয়া সম্ভব হচ্ছিলো না। যে কারণে উর্ধতন কর্তাদের নির্দেশে অস্থায়ী ঐ শ্রমিকদের নোটিশ ধরানো হয়েছে। বিষয়টি ভেবে দেখার জন্য উপর মহলে জানানো হয়েছে। শ্রমিকদের ছাঁটাইয়ের এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *