মহিলা মোর্চার রোষ, দুর্গাপুর ডাক্তারি ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে কুমারগঞ্জ থানায় স্মারকলিপি।

কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর: দুর্গাপুরের ডাক্তারি পরুয়াকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে মহিলা মোর্চা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোমবার এক বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। কুমারগঞ্জ
ব্লক অফিস সংলগ্ন বিজেপি পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে কুমারগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদে শামিল হন মহিলা মোর্চার বহু কর্মী-সমর্থক।
মিছিলে নেতৃত্ব দেন পর্ণিমা মহন্ত, দেবশ্রী সরকার, আঞ্জুয়ারা বিবি, অষ্টমী সরকার-সহ আরও অনেকে। নেত্রীরা জানান, “এমন জঘন্য ঘটনার বিরুদ্ধে আমরা নীরব থাকতে পারি না। দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
কুমারগঞ্জ থানায় পৌঁছে মহিলা মোর্চার প্রতিনিধিরা পুলিশের কাছে লিখিত স্মারকলিপি জমা দেন এবং দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *