
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি সমষ্টি উন্নয়ন কার্যালয়ের টাঙ্গন সভাকক্ষে সোমবার আসন্ন কালীপূজা উপলক্ষে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে বংশীহারী ব্লকের আনুমানিক শতাধিক কালীপুজো উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
বৈঠকে বংশীহারী থানার আধিকারিক এর পক্ষ থেকে আসন্ন কালীপুজো যেন শান্তি এবং নির্ভীঘ্নে পালিত হয় সেই ব্যাপারে কালীপুজোর উদ্যোক্তাদের জানানো হয়। এর এর পাশাপাশি শব্দবাজি এবং ডিজে ব্যবহার না করার অনুরোধ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশীহারি থানার আধিকারিক, বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল, পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ অন্যান্যরা।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানান…












Leave a Reply