‘নম্বর বাড়িয়ে দেওয়ার টোপ’! বালুরঘাট গার্লস কলেজের ছাত্রীকে প্রতারণা, সাইবার থানার জালে যুবক।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- কম নম্বর পাওয়া ছাত্রীদের ‘নম্বর বাড়িয়ে দেওয়ার টোপ’ দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক। দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে ধরা পড়ল গঙ্গারামপুর থানার অশোকগ্রামের বাসিন্দা জুলিয়াস মোল্লা।অভিযোগ, বালুরঘাট গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী মাইনো হাঁসদার সঙ্গে ফোনে যোগাযোগ করে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার নাম করে টাকা দাবি করেছিল জুলিয়াস। প্রলোভনে পড়ে মাইনো টাকা পাঠান, কিন্তু পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরই দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সাইবার ক্রাইম থানার অফিসাররা। গত ১০ অক্টোবর রাতে গ্রেফতার করা হয় জুলিয়াসকে। ১১ অক্টোবর তাকে বালুরঘাট আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্তের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সে একাধিক ছাত্রছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া বা নম্বর বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তুলত। আজ দুপুর একটার পর তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায়।
এই বিষয়ে ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ জানান, “গত ২২.৭.২০২৫ তারিখে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের এক ছাত্রী পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আমরা অভিযুক্ত জুলিয়াস মোল্লাকে গ্রেফতার করেছি। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।”পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে। ঘটনার নেপথ্যে কোনও বড় প্রতারণা চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *