পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দাঁড়িয়ে থাকা মাল গাড়ির ছাদে উঠে গেলো মানসিক ভারসাম্যহীন যুবক, পঁচিশ হাজার ভোল্টের ইলেকট্রিক কানেকশন বন্ধ করে নামালো রেল পুলিশ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার স্টেশন চত্বরে, জানা গিয়েছে এই দিন ভারসাম্য এক যুবক হঠাৎই মাল গাড়ির ছাদে উঠে যায়, তার উপর দিয়ে ২৫ হাজার ভোল্টের ইলেকট্রিক তার যাওয়ার কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করে রেল পুলিশ, তৎক্ষণাৎ ইলেকট্রিক বন্ধ করে ওই ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে রেল পুলিশ, আর এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে।
মেছেদায় দাঁড়িয়ে থাকা মাল গাড়ির ছাদে উঠে গেলো মানসিক ভারসাম্যহীন যুবক,ইলেকট্রিক কানেকশন বন্ধ করে নামালো রেল পুলিশ।

Leave a Reply