মালদায় ছট পুজোয় মিলনের সুর — মহানন্দার ঘাটে ভক্তির ঢেউ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – ছট পুজোয় মিলনের সুর মালদায় দেশজুড়ে এখন উৎসবের আমেজ। সদ্য শেষ হয়েছে বাঙালির দুই সর্ববৃহৎ পরব দুর্গাপূজা ও কালীপুজো। তারই রেশ কাটতে না কাটতেই মালদা জেলাজুড়ে শুরু হয়েছে ছট পুজোর উৎসব। অ-বাঙালি সম্প্রদায়ের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এখন ধীরে ধীরে পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। সোমবার বিকেল থেকেই মালদা শহরের মিশন ঘাট, বালুচর ঘাট, সাহাপুর ঘাটসহ মহানন্দা নদীর তীরজুড়ে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আলো, ফুল, আর্তির মন্ত্র ও ঢোলের তালে তালে নদীর পাড় যেন রূপকথার জগতে পরিণত হয়। নদীর জলে দাঁড়িয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাসী নারী-পুরুষরা সূর্যদেব ও ছট মাইয়ার আরাধনায় মগ্ন থাকেন। পূজার মূল উদ্দেশ্য হলো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধি কামনা। নিরাপত্তার জন্য ইংরেজবাজার পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। পুলিশ, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবীরা ঘাটে ঘাটে ভিড় নিয়ন্ত্রণে সচেষ্ট ছিলেন। ঘাটের আলোসজ্জা, পরিচ্ছন্নতা ও জলনিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। যদিও এটি মূলত অবাঙালিদের উৎসব, তবুও ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ একত্রে এই উৎসবে অংশগ্রহণ করেন। বাঙালিরাও ভক্তি ও আনন্দে শরিক হন সমান উৎসাহে। ফলে মহানন্দা নদীর তীর পরিণত হয় এক অনন্য মিলনক্ষেত্রে—যেখানে ধর্ম, ভাষা ও সংস্কৃতির সব বিভাজন মুছে যায়, থেকে যায় কেবল আনন্দ, ভক্তি ও ঐক্যের বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *