
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- আস্থার মহাপর্ব ছট পূজা শুধু বিহার বা উত্তর প্রদেশে নয়, বরং এই পুজো পশ্চিমবঙ্গেও শ্রদ্ধার সাথে পালিত হয়। ছটপুজো বিশ্বাস, উপাসনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক মহামিলন। এটি সূর্যদেব এবং দেবী ষষ্ঠী (ছঠি মাইয়া)-এর প্রতি উৎসর্গীকৃত চার দিনব্যাপী একটি উৎসব। এই পূজা মূলত সূর্যকে ধন্যবাদ জানাতে এবং পরিবারের সুখ-সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় করা হয়।।। কলকাতার ৪৫নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি শৈলেশ মিশ্রার উদ্যোগে ছটব্রতীদের মধ্যে ছট সামগ্রী বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি। ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা, উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং, শ্যাম নারায়ণ সিং, তৃণমূল নেতা আনিস সিদ্দিকী,রতন বণিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঐদিন প্রায় ৫০০ মহিলাদের হাতে পুজোর সামগ্রী তুলে দেওয়া হয়।












Leave a Reply