সুবোধ অধিকারীকে ঘিরে নতুন বিতর্কে সরগরম রাজনৈতিক মহল।

নিজস্ব সংবাদদাতা, নিউজ ডেস্ক :- তৃণমূল নেতা সুবোধ অধিকারীকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ উঠেছে, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিনি টেন্ডার পেয়েছিলেন মাটি ভরাটের কাজের জন্য, কিন্তু সেই কাজ যথাযথভাবে সম্পন্ন হয়নি। এমনকি সংশ্লিষ্ট কোম্পানিটিও নথিভুক্তভাবে চালু হয়নি বলে অভিযোগ। আরও গুরুতর অভিযোগ, রেলের জমি বেআইনিভাবে বিক্রি করে সেখানে দোকান বসানোর সুযোগ করে দিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, রাজু শাহানির মামলায়ও সুবোধ অধিকারীর নাম আসামী তালিকায় রয়েছে। ফলে সিবিআইয়ের তরফে যে কোনও সময় তাঁর বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠোর পদক্ষেপ। সূত্রের খবর, সম্প্রতি এক জনসভায় সুবোধ অধিকারী অভিযোগ করেছেন, তিনি স্টেজে উপস্থিত থাকলেও কোনও হিন্দিভাষী মানুষকে অপমান করেননি। তাঁর বক্তব্য, ‘‘আমি কখনওই কারও ধর্ম বা ভাষা নিয়ে মন্তব্য করিনি।’’

তবে বিরোধী শিবিরের দাবি, শুভেন্দু অধিকারীর প্রভাবে সুবোধ অধিকারীর পরিবারের সদস্যরা হলদিয়ায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন এবং তাতে একাধিক অনিয়ম রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসায় তৃণমূলের ভেতরে টিকিট পাওয়া নিয়ে চাপানউতোর আরও বেড়েছে। সুবোধ অধিকারী টিকিট পাওয়ার আশায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি অবস্থান নিচ্ছেন, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য এই অভিযোগগুলিকে “বিরোধীদের রাজনৈতিক কুৎসা” বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, সুবোধ অধিকারী দীর্ঘদিন ধরে দলের নিষ্ঠাবান কর্মী, এবং তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *