মালদহে বিজয়া সম্মেলন: মিঠুন চক্রবর্তীর নির্দেশ, প্রতিটি বিধানসভায় ১৫০ কর্মী গ্রুপ তৈরি করতে বললেন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- প্রতিটি বিধানসভাতে বিজেপির ১৫০ জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরী করতে বললেন মিঠুন চক্রবর্তী। মালদহে বিজয়া সম্মেলন এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী এই নির্দেশ দেন দলীয় কর্মীদের। এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন, যখন ফোন করবেন তখনই পাবেন। দুটি নম্মরের মধ্যে একটি আইনী সহায়তা দেয়ার জন্যে। অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্যে। আপনারা আমার সঙ্গে যেকোনো সময় ফোন করবেন। মিঠুন বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাবো ভোটের আগে। আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। ভয় পেলে ভয় দেখাবে পাল্টা ভয় দেখান দেখবেন আর ওদের ধারে কাছে পাবেন না। মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রতিবাদে বিদেশীদের জন্যে রাস্তাতে মিছিল করছে। এটাই নজিরবিহীন ঘটনা। মালদহের একটি হোটেলে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণীনের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী এই বিজয়া সম্মেলন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *