হাইকোর্টের নির্দেশে সচেতনতা প্রচার ও নিয়ন্ত্রিত বলি, জানালেন বোল্লা কালী মন্দির ট্রাস্টের আইনজীবী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গের প্রসিদ্ধ বোল্লা রক্ষাকালী মাতার পুজোর সময় পাঁঠা বলি নিয়ে গত ৪ঠা নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) কলকাতা হাইকোর্টের দেওয়া অর্ডারের বিষয় নিয়ে প্রেস বিবৃতি দিলেন বোল্লা ঈশ্বরী শ্রী শ্রী রক্ষা কালী মাতা মন্দির ট্রাস্টের হয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ড. বিনয় ব্রত ভৌমিক, এই দিন তিনি বোল্লা কালী মাতা মন্দির ট্রাস্টের অফিস ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান “গত ৪ঠা নভেম্বর, ২০২৫,মহামান্য কার্যনির্বাহী প্রধান বিচারপতি শ্রী সুজয় পাল এবং মহামান্য বিচারপতি শ্রী পার্থ সরথি সেন কর্তৃক প্রদত্ত আদেশে কলিকাতা উচ্চ ন্যায়ালয় নির্দেশ প্রদান করেন যে, গত ৩রা শে নভেম্বর ২০২৫ তারিখে বালুরঘাট সদর Sub-Divisional Officer সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো কঠোরভাবে মেনে চলে এবং নিশ্চিত করে যে কোনো গণবলি অনুষ্ঠিত না হয়। বলিদান শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত স্থানে হতে হবে, অন্য কোথাও নয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে বোল্লা মন্দিরের বলি ঘরে কোন কালেই গণ বলি অনুষ্ঠিত হয় না। প্রতিটা পশু এক এক করে সরকারি পশু চিকিৎসক দ্বারা পরীক্ষিত হওয়ার পর অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত বলির স্থানে শুধুমাত্র মানবজাতিকে আহার পরিবেশন করার জন্য বলি হয়। এখানে কোন গর্ভবতী পশু বা বাচ্চাসহ পশু, তিন মাসের কম বয়সী বাচ্চা পশু অথবা অসুস্থ প্রাণীকে বলি দেওয়া হয় না। এগুলো আমাদের শাস্ত্রেও বারণ আছে। পশুগুলিকে কখনোই একে অপরের সামনে বলি দেওয়া হয় না। এই প্রসঙ্গে মাননীয় সুপ্রিম কোর্ট লক্ষীনারায়ণ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং অন্যান্য ২০২৩ মামলার সুনির্দিষ্ট নিয়মাবলী মেনে বলি দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন যে,এই আদেশটি সাধারণ মানুষের নিকট সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সরকার এবং বোল্লা কালী পূজা ট্রাস্টের কর্তৃপক্ষ গত ৫ই নভেম্বর তারিখের মধ্যে সকল স্তরে, ইলেকট্রনিক মাধ্যমে উক্ত আদেশ প্রচারের চেষ্টা করবে।
মা বোল্লা কালী মাতার কৃপায় মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত বলি ঘরেই এবারে বোল্লা কালী মাতা মন্দিরের বলি সুসম্পন্ন হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *