
মালদা, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কালীপূজা হিসেবে খ্যাত মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী কালীমূর্তির নিরঞ্জন অনুষ্ঠিত হল শুক্রবার মহা ধুমধামে। ভোর থেকেই দেবীদর্শনে এবং নিরঞ্জন উপলক্ষে ভক্তদের ঢল নামে বুলবুলচন্ডী এলাকায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ ভিড় জমান দেবী নিরঞ্জনের পথ ধরে।
প্রতি বছরের মতো এবারও প্রায় ৪২ ফুট উঁচু বিশালাকার কালী প্রতিমা কোনরকম চাকা ছাড়াই বাঁশের কাঠামোয় বেঁধে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় প্রায় এক কিলোমিটার দূরে ডুবাপাড়া সংলগ্ন পুষ্করিণীতে, যেখানে সম্পন্ন হয় দেবী নিরঞ্জন। দৃশ্যটি উপভোগ করতে এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
পুজোর পরবর্তী পনেরো দিন ধরে বুলবুলচন্ডী এলাকায় মেলা বসে, যা উত্তরবঙ্গের এক জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে। এদিন নিরাপত্তার খাতিরে বিপুল পুলিশবাহিনী মোতায়েন ছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেবী নিরঞ্জনের এই ঐতিহ্য ঘিরে বুলবুলচন্ডীজুড়ে ছিল আনন্দ ও ভক্তির আবহ।












Leave a Reply