
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার খড়গপুর থেকে হাটিয়া গামী এক যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড স্টেশনের নিকটে। হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনটি মাঝপথে দাঁড়িয়ে যায়, ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
ঘটনার জেরে আপ লাইনে প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ দ্রুত বিকল ট্রেনের উদ্ধার কাজে নেমে পড়ে। পরে অন্য একটি ইঞ্জিন এনে সেটিকে যুক্ত করা হয় এবং ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
রেল সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ইঞ্জিনটি বিকল হয়ে পড়েছিল। তবে দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক অসুবিধা হলেও কোনো বড় বিপত্তি ঘটেনি।












Leave a Reply