তারকেশ্বর, হুগলি — নিজস্ব সংবাদদাতা:- তারকেশ্বরে নাবালিকা ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছিল গতকাল, যখন এলাকার এক চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তৎপর হয় হুগলি গ্রামীণ পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ সন্ধ্যায় হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আগামীকাল আদালতে তোলা হবে।
এই ঘটনায় এলাকায় নেমেছে ক্ষোভের স্রোত। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন।











Leave a Reply