চন্দ্রবোড়ার দাপাদাপিতে আতঙ্কিত মানিকচকের কৃষকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- চন্দ্রবোড়া সাপের আতঙ্কে ত্রস্ত মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খোয়েরতোলা এলাকা। ভোরে জমিতে গিয়ে সবজি কাটা এখন যেন মৃত্যুর ঝুঁকি নিয়ে যাওয়া। এক কৃষক এই বিষধর সাপের দংশনের শিকার হচ্ছেন। ফলে আতঙ্কে চাষবাস কার্যত স্তব্ধ হয়ে পড়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খোয়েরতোলা ও আশপাশের এলাকায় এই মরশুমে ব্যাপকভাবে বাঁধাকপি, ফুলকপি ও অন্যান্য সবজি চাষ হয়। সবজি তোলার জন্য কৃষকদের ভোরবেলায় জমিতে যেতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই কৃষকদের চোখে ধরা পড়ছে চন্দ্রবোড়া সাপ।আক্রান্ত কৃষক কাত্তিক মণ্ডল জানান, “আমরা অন্যের জমি বন্ধক নিয়ে চাষ করি। ভোরে সবজি কাটতে গিয়ে হঠাৎ চন্দ্রবোড়া সাপ আমাকে দু’বার কামড়ে দেয়। প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করি। এখনও শরীর পুরোপুরি সেরে ওঠেনি। এলাকায় এখন প্রচুর চন্দ্রবোড়া ঘুরে বেড়াচ্ছে। সবাই ভয়ে জমিতে যেতে সাহস পাচ্ছে না।”
স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডল বলেন, “আমাদের নাজিরপুর ও খোয়েরতোলা গ্রামে প্রায় প্রতিদিনই চন্দ্রবোড়া দেখা যাচ্ছে। ইতিমধ্যেই এক যুবককে কামড়েছে, সে হাসপাতালে চিকিৎসাধীন। বনদপ্তরকে জানিয়েও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কৃষকদের মধ্যে আতঙ্ক চরমে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *