
মালদ, নিজস্বসংবাদদাতাঃ— মালদহের ইংলিশ বাজার শহর হয়ে উঠেছিল উৎসব মুখর। এই উৎসবের মূল আকর্ষণ তবে কোন পূজো নয় বরং এই উৎসব জীবনের মেলবন্ধনের। মহেশ্বরী মহিলা সংগঠনের গণবিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংসারিক জীবনে আবদ্ধ হলেন ২২ জন যুবক-যুবতী। ধর্মবর্ণ নির্বিশেষে রবিবার শহরের বালুচর এলাকায় মহেশ্বরী ভবনে আয়োজন করা হয়েছিল এই গণবিবাহের। শুধু যে মালদা জেলা তা কিন্তু নয় উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে যুবক-যুবতীরা অংশ নিয়েছিল এই গণবিবাহে। এদের মধ্যে অনেকেই বিবাহ ঠিক হয়েছিল। কিন্তু পরিবারের আর্থিক অনটনের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না তারা। সেই সমস্ত ২২ জন যুবক যুবতীকে খুঁজে বের করে তাদের সাংসারিক জীবনে আবদ্ধ করে এই মহেশ্বরী মহিলা সংগঠন। বিয়ে শেষে নব দম্পতিদের হাতে ঘর সাজানোর জন্য নতুন আলমারি, খাঠ, নতুন পোশাক থেকে শুরু করে সোনা এবং চাঁদির বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। আমন্ত্রিত সকলের জন্য আয়োজন করা হয়েছিল বিভিন্ন পদের খাবারেরও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ সংগঠনের সদস্যরা।












Leave a Reply