
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে গেল কাঠ বোঝাই লরি, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ডুকি এলাকায়,বিশেষ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ বাঁকুড়া জেলা থেকে উত্তর ২৪ পরগনা জেলার উদ্দেশ্যে আকাশমনি কাঠ বোঝাই লরি ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে চন্দ্রকোনারোডের ডুকি এলাকায় রাস্তার উপর উল্টে যায় লরিটি,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছায় আড়াবাড়ি বনদপ্তরের আধিকারিকেরা, বেআইনিভাবে ওই কাঠ পাচার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছি বনদপ্তরের আধিকারিকেরা। অন্যদিকে এই দুর্ঘটনার ফলে বেশ কয়েক ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে,পরে পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল।












Leave a Reply