
দেবাশীষ পাল, মালদা-গাজোল :— গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দন দিঘী বুথের মীরধাকুরি রায়পাড়া এলাকা । রাস্তার মধ্যে থাকা খারির সাকো দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে । ছটি গ্রামের সংযোগকারী এই শাকো আজকেও এইভাবেই ভেঙে পড়ে রয়েছে। এলাকার মানুষ জীবনে ঝুঁকি নিয়ে খাড়ি পারাপার করে। স্থানীয় ওরা ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিধায়ক কেউ জানিয়েছেন কোন কাজ হয়নি । বর্তমানে বিধায়ক চিনময় দেব বর্মন এলাকার মানুষের সমস্যা কথা শুনে এলাকায় গিয়ে পরিদর্শন করে । বিধায়ক তিনি নিজে ব্লক প্রশাসনকে, সরকারকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে । কাজটি যাতে শুরু হয় তার জন্য আবেদনও করে। কিন্তু আজকে বহুদিন ধরে এলাকায় খাড়ির সাঁকো র কাজ হয়নি। যার ফলে আজকে সরকারের প্রতি আর ভরসা না করে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন ব্যক্তিগত উদ্যোগে তিনি নিজে খারির সংস্কারের কাজ শুরু করলেন । ঘটনাস্থলে এদিন গিয়ে দেখা গেল গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিনময় দেব বর্মন তিনি নিজে মাথায় ইট নিয়ে খাড়িতে ফেলছেন, নিজের হাতে মাটি কাটছেন, আবার নিজের হাতে সিমেন্ট ও ধুস মিশাচ্ছেন । সাথে এলাকার মানুষও এই কাজে বিধায়কের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন ।












Leave a Reply