জীবিত দাদাকে মৃত দেখাল ভোটার লিস্ট, মৃত ভাইয়ের এল SIR ফর্ম! চরম চাঞ্চল্য মালদার হবিবপুরে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- একেই বলে উদোর পিন্ডি বুধোর ঘারে। মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেলো দাদার। ফলে সরকারী কর্মচারী দাদা পড়েছে চরম বিপাকে। আর বাড়িতে এস আই আর এ ফর্ম হাজির মৃত ছোট ভাইয়ের। জীবিত সরকারী কর্মী দাদার ফর্ম না আসায় চিন্তায় পড়েছে ভৌমিক পরিবারের সদস্যরা। এককথায় দিশেহারা মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী গ্রাম পঞ্চায়েতের কচু পুকুর ২২৮ নম্বর বুথের এই পরিবারের সদস্যরা।
মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী অঞ্চলের কচু পুকুরের ২২৮ নম্বর বুথের বাসিন্দা সৌমিক ভৌমিক, ৩৯ বছর বয়সী সৌমিক কেন্দ্রীয় সংস্থার বীমা দপ্তরে কর্মরত। তিনি বসবাস করেন বুলবুল চণ্ডীর কচু পুকুর এলাকায়। বাড়ি তে সৌমিক ছাড়াও বর্তমানে বসবাস করে তার বাবা, মা ও স্ত্রী। তাঁর আরও এক ভাই ছিল স্বস্তীক ভৌমিক। গত ২০২০ সালে এক দুর্ঘটনায় মৃত্যু হয় স্বস্তীকের। এরপর বাড়ি থেকে বিভিন্ন দপ্তরে জানিয়ে দেওয়া হয়। এমনকি আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব বাতিল হয়ে যায় যথারীতি। কিন্তু বারবার জানানো সত্ত্বেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি স্বস্তীকের। উল্টে দেখা যায় ০৬- ০১ – ২০২৫ তারিখে প্রকাশিত ভোটার লিস্টে জীবিত দাদা সৌমিককে মৃত দেখানো হয়েছে। আর মৃত ভাই স্বস্তীককে জীবিত দেখানো হয়েছে। কিন্তু ১২-১১-২৪ তারিখে প্রকাশিত ভোটার লিস্টে দেখা যাচ্ছে দুই ভাই জীবিত। পাশাপাশি যখন ভৌমিক পরিবারের কাছে SIR ফর্ম আসলো তখন দেখা গেল মৃত ছেলের ফর্ম এসেছে কিন্তু জীবিত ছেলে সৌমিকের ফর্ম নেই। আর এরপর থেকেই ঘুম উড়েছে পুরো পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *