

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড অ্যান্ড এভিডি (AVD) ইউনিয়ন-এর পক্ষ থেকে বুধবার দুপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর কাছে এক ডেপুটেশন জমা দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত WBCH (পশ্চিমবঙ্গ কমিউনিটি হেলথ) কর্মীদের ন্যূনতম দৈনিক ৯০ টাকা বেতনকে বাড়িয়ে ৪৭৫ টাকা করার প্রধান দাবি জানানো হয়। বর্তমানে এই সামান্য বেতনে কর্মীদের পরিবার চালানো অসম্ভব হচ্ছে বলে ইউনিয়ন অভিযোগ করেছে।
পাশাপাশি, কর্মীরা বর্তমানে মাসে ৪ দিনের কাজের বদলে ২০ দিন কাজ করার দাবি জানিয়েছেন। এছাড়াও, হিলি ব্লকের এক কর্মীর সাসপেনশন-এর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে তাঁকে দ্রুত পুনর্বহালের দাবিও জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মীরা গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন এবং তাঁদের প্রাপ্য সম্মান ও মজুরি দেওয়া উচিত।












Leave a Reply