
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট সাহেব কাছাড়ীর রামকৃষ্ণ সারদা মিশনে ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার পরমারাধ্যা শ্রীশ্রী মা সারদাদেবীর ১৭৩ তম শুভ জন্মতিথি উপলক্ষ্যে পূজার আয়োজন করা হয়, এদিন সকাল থেকেই মিশন প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিশনে এদিন ভোরে ঠাকুরের মঙ্গলারতির পাশাপাশি পূজা, চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, হোমযজ্ঞ, মাতৃবন্দনা ও মাতৃপ্রসঙ্গ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে কয়েকশো ভক্ত আশ্রম প্রাঙ্গণে প্রসাদ পান।












Leave a Reply