
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সিদ্ধেশ্বর বিদ্যাপীঠ স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ১০ জন মহিলা সহ ৫০ জন রক্তদাতা রক্তদান করেন,এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির কার্যকারী সভাপতি তন্ময় বোস,পরিচালন কমিটির সদস্য অসিত পাল, অলীপ বারিক,আশিস ভট্টাচার্য,প্রধান শিক্ষক নির্মল হাতি,শিক্ষক সূতনু লাহা,ধনঞ্জয় পাল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বন্দ।












Leave a Reply