
পানিহাটী-উত্তর ২৪ পরগণা, নিজস্ব সংবাদদাতা:- পানিহাটীর পৌরপ্রধান সোমনাথ দে–র নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌরমাতাদের কাছে টাকা দাবি করা হয়। সন্দেহ হওয়ায় ৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝর্ণা ব্যানার্জী সরাসরি পৌরপ্রধানকে ফোন করলে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। একইভাবে ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুলি সরকার পাত্রও প্রতারকদের বার্তা পান। লিখিত অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার তদন্তে জানা যায়, সংশ্লিষ্ট নম্বরটি নাইজেরিয়ার। এর আগেও বিদেশি নম্বর থেকে পৌরপ্রধানসহ অন্যান্য জনপ্রতিনিধিদের হুমকি দেওয়া হয়েছিল—ফলে উদ্বেগ ছড়িয়েছে পুরো পৌরসভাজুড়ে।












Leave a Reply