
কাঁচরাপাড়া, উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা : শনিবার সন্ধ্যায় সলিল-সুকান্ত-ঋত্বিক জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য পদযাত্রা “সংস্কৃতি বাঁচাতে হাঁটো। ”
উক্ত শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় সলিল চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য এবং ঋত্বিক ঘটকের গান, কবিতা এবং কথা। শিশু থেকে প্রৌঢ়, নবীন থেকে প্রবীন সংস্কৃতি প্রেমী সকলেই অংশ নেন এই বর্ণাঢ্য পদযাত্রায়। এই বিষয়ে বিস্তারিত জানালেন সলিল-সুকান্ত-ঋত্বিক জন্মশতবর্ষ উদযাপন কমিটির সদস্য কেয়ূর ভট্টাচার্য।












Leave a Reply