দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী মাহিনগর চার্চের ৬৫ বছরে পদার্পণ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট মাহিনগর চার্চ ৬৫ বছরে পদার্পণ করলো, বড়দিন উদযাপনে দক্ষিণ দিনাজপুর জেলা মেতে উঠেছে। সারা বিশ্ব জুড়ে ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বড়দিন পালিত হয়, বড়দিন উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন বালুরঘাট মাহিনগর চার্চে প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনার পাশাপাশি সারাদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। চার্চটি ৬৫ বছরে পদার্পণ করেছে এই বছর, যা চার্চ কর্তৃপক্ষ ও এলাকার মানুষের কাছে একটি বিশেষ উপলক্ষ্য।

বেলুন, রঙিন কাগজ, ফুল এবং আলোকসজ্জায় চার্চ প্রাঙ্গণ সেজে উঠেছে। বড়দিন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয় চার্চ চত্বরে। প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক মানুষের সমাগম হয়। এই উৎসবকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

চার্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই দিনটিকে স্মরণীয় করে তুলতে তারা কোনো খামতি রাখেননি। বড়দিনের মধ্যরাতের বিশেষ প্রার্থনা এবং সারাদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অন্যদিকে, ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে চার্চ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলার প্রশাসনও প্রস্তুত রয়েছে যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। বড়দিনের আনন্দে মেতে উঠতে সকাল হতে না হতেই বালুরঘাটবাসী ছাড়াও দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *