
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আইপ্যাকের দফতরে ইডি অভিযানের পর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সরাসরি ভোটের স্ট্র্যাটেজি ‘লুট’-এর অভিযোগ তুলে তিনি বলেন, “ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। আমাদের কাগজ, তথ্য সব লুট করেছে। লড়াই করার সাহস হচ্ছে না, তাই এখন লুট করতে নেমেছে।”
মমতার অভিযোগ, ইডি অভিযানের নামে তৃণমূলের গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর কথায়, “হার্ড ডিস্ক, অর্থনৈতিক কাগজ, পার্টির কাগজ নিয়ে নিয়েছে। বিজেপির মতো এত বড় ডাকাত আমি জীবনে দেখিনি।”
তিনি আরও দাবি করেন, বৃহস্পতিবার ভোর থেকেই এই অভিযান শুরু হয়। “ভোর থেকে অপারেশন চালু করেছে। সকাল ৬টার সময়ে এখানে অভিযান শুরু হয়েছে। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে আমরা তা মেনে নেব না,”— বলেন মুখ্যমন্ত্রী।
বিজেপিকে নিশানা করে তিনি প্রশ্ন তোলেন, “আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দিই, সেটা কি ঠিক হবে?” এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
এর পাশাপাশি আইপ্যাকের কর্ণধার ও দফতরে ইডি অভিযানের প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচির ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “বৃহস্পতিবার বিকালে রাজ্যের সমস্ত ব্লকে এবং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হবে এই লুটের বিরুদ্ধে।”
এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।












Leave a Reply